
রবিবার ২৫ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: সিনেমা হলে রমরমিয়ে চলছে 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আরও একবার সত্যের সন্ধানে বাপি-প্রমথকে নিয়ে একেনবাবু পাড়ি দিয়েছেন। এবারের গন্তব্য বেনারস। শান্ত বেনারসের আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে রহস্যের জাল। একেনবাবুকে আবারও চেনা ছকে রহস্য উন্মোচন করতে দেখে দারুণ খুশি অনুরাগীরা।
এই নিয়ে তৃতীয়বার বড়পর্দায় একেনবাবু। অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ ছাড়াও এবাবের সংযোজন টলিউডের বহু তারকা। শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসুও রয়েছেন।এবারের জট আরও জটিল একেনবাবুর কাছে। তবে দর্শকের পছন্দের তালিকায় বরাবরের মতো এবারও প্রথম স্থানে একেনবাবু। চলতি বছরে মুক্তি পাওয়া ছবির মধ্যে রেকর্ড গড়েছে এই ছবি।
দর্শকের পাশাপাশি টলিপাড়ার তারকাদের থেকেও প্রশংসা কুড়োচ্ছেন 'টিম একেন'। ছবি দেখতে গিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। সমাজমাধ্যমে ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, 'ক্রাশ খাইয়া নিজেই ক্রাশড হইয়া গেলাম। এই একেনটা বেস্ট একেন। আমি তো এমনিও ফ্যান, ওমনিও ফ্যান। আমি সব একেন দেখেছি, সিনেমা, সিরিজ সব। ক্রাশবাবু স্যার, আপনি ম্যাগনিফিসেন্ট। হাউসফুল প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে কী যে ভীষণ ভাল লাগে। টুবানদা ফাটিয়ে শুট করেছে, ফাটিয়ে। আর জয়দীপদা, পরের একেনটায় আমায় একটা চান্স দাও, আমি কথা দিচ্ছি, মন দিয়ে অভিনয় করব। দারুণ হয়েছে জাস্ট দারুণ ! আই লাভ ইউ সেন বাবু। মরে গেছি হাসতে হাসতে। পদ্মনাভদার জবাব নেই।'
অভিনেত্রীর এই পোস্টের জবাবে অনির্বাণ চক্রবর্তী লেখেন, 'থ্যাঙ্ক ইউ ডার্লিং'। মজার ছলে দুই বন্ধুর কাণ্ড দেখে আজকাল ডট ইন জানতে চেয়েছিল বন্ধুত্বের শুরুটা কীভাবে হয়েছিল তাঁদের? অনির্বাণ চক্রবর্তী বলেন, "ইন্ডাস্ট্রি সূত্রে চেনাশোনা ছিলই। তবে 'বিবি পায়রা' ও 'অশনি' ছবি দুটি করতে গিয়ে আলাপ জমেছে। স্বস্তিকা শুধু সমাজমাধ্যমে নয়, আমায় আলাদা করেও শুভেচ্ছা জানিয়েছে। ওর মতো অভিনেত্রীর থেকে ভাল ভাল কথা শুনতে কার না ভাল লাগে?"
Breaking: সলমন রুশদির ভয়ঙ্কর ছুরি-কাণ্ড এবার মঞ্চে! কৌশিক সেনের পরিচালনায় বিখ্যাত সাহিত্যিকের চরিত্রে নাসিরুদ্দিন?
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা
‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!
আর ছলচাতুরি নয়, এবার ইতিহাসের গল্প বলবেন অরিজিতা! স্টার জলসার 'রাণী ভবানী'তে কোন চরিত্রে আসছেন অভিনেত্রী?
‘বাচ্চাকে খাওয়াতেও পারতাম না’— কোন মারাত্মক অসুখে আক্রান্ত জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রিয়া মোহন?
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!